Wednesday, 15 June 2011

প্রকৃতির কাছাকাছি থাকা

­কোথাও আমি লিখেছিলাম, 'একজন মানুষ হওয়ার জন্য প্রকৃতির কাছাকাছি থাকাটা জরুরি, অতি জরুরি'।

সবুজে, সবুজ জামা পরে এ এমন করে গাছটাকে জড়িয়ে ছিল, মিশে ছিল, ঠিক আলাদা করে উঠতে পারিনি! বোঝার পর মুগ্ধ চোখে তাকিয়ে ছিলাম।
প্রকৃতির কাছাকাছি থাকতে পারাটা যে কী জরুরি এটা হয়তো এই শিশু এখনও পুরোপুরি বুঝে উঠতে পারবে না। কিন্তু প্রকৃতি তাকে ভুলবে না, হাতে ধরে ধরে শেখাবে...

3 comments:

© ডিউক জন said...

ঠিক, এই শেখানোর ব্যাপারটা। এটা আমি নিজেকে দিয়েই বুঝতে পারি।

আলী মাহমেদ - ali mahmed said...

"এটা আমি নিজেকে দিয়েই বুঝতে পারি।"
কেমন?
আপনার অনুভূতিটা কোথাও শেয়ার করলে জানার আগ্রহ রইল :)© ডিউক জন

© ডিউক জন said...

http://dukejohndj.blogspot.com/2010/12/blog-post.html