পুরনো চিঠির গাট্টিতে আমার এক বন্ধুর চিঠি খুঁজতে গিয়ে পেয়ে গেলাম হুমায়ূন আহমেদের লেখা চিঠি। ৯০ সালে তাঁকে যে চিঠিটা লিখেছিলাম তার উত্তর এটা। জানি না কী সমস্যা ছিল তিনি নামটা পড়তে পারেননি!
গুটি-গুটি লেখা এবং তাঁর বিনয় আমাকে মুগ্ধ করেছিল।
হুমায়ূন আহমদের লেখা ভাল লাগে এটা আমাদের দেশের লেখকরা স্বীকার করতে চান না। আমি লেখক নই বলেই অকপটে স্বীকার যাই, তবে...। মানুষ হুমায়ূন আহমেদ আমার বড়ই অপছন্দের...।