অসুখ থেকে উঠার পর আমার হাঁটাহাঁটি পর্বটা অনেকটা কমে গেছে। কিন্তু পুরনো অভ্যাস বলে কথা। ঝাঁ ঝাঁ রোদ্দুরে হাঁটার যে মজা সেটা অন্যত্র কোথায়! অবশ্য আমার সঙ্গে যিনি ছিলেন তিনি তীব্র বিরক্তি প্রকাশ করছিলেন।
ছবিটা মেইল করে লিখেছেন, 'এই লুকটার মাথায় গন্ডগোল আছে'...। :(