বললে কেউ বিশ্বাস করবেন না কিন্তু শহীদ মিনারের মত জায়গায় দাঁড়িয়ে আমার কেবল মনে হচ্ছিল, এখানে দাঁড়াই কেমন করে! আমার মত অভাজনের সেই ক্ষমতা কই?
২৫ এবং ২৬ ফ্রেব্রুয়ারি দুদিন ধরে 'কারক নাট্য সম্প্রদায়' শহীদ মিনারে তাঁদের বিভিন্ন অনুষ্ঠান করেছেন [১]। যখন এঁরা আমাকে ওখানে ডাকলেন তখন আমি সানন্দে যেতে রাজি হয়েছিলাম কিন্তু ঘুণাক্ষরেও কল্পনাও করিনি এঁরা আমার মত সামান্য একজন মানুষের জন্য এতো মমতা জমিয়ে রেখেছেন!
সহায়ক সূত্র:
১. কারক নাট্য সম্প্রদায়: http://www.ali-mahmed.com/2011/03/blog-post_4936.html
No comments:
Post a Comment