Thursday, 24 March 2011

গাতক এবং ঘাতক

আজকাল বাংলা গান নিয়ে অনেক ধরনের খেলা চলছে। এগুলোকে অবশ্য গান না বলে ঘান (!) বললেই ভাল হয়।  যিনি গান গান তাঁকে বলে গাতক- যে ঘান গায় তাকে বলে ঘাতক!
একবার হৃদয় খানের লাইভ একটা অনুষ্ঠান দেখে খুব লজ্জা পেয়েছিলাম কারণ তার গাওয়া অনেকগুলো গানের কথা সুর আমি কিছুই বুঝিনি [১]!

আমার গানের রুচি নিয়ে সমস্যা আছে। রকওয়েলের 'নাইফ' যেমন গভীর আগ্রহ নিয়ে শুনি তেমনি এক বর্ণ অর্থ না-বুঝলেও ফরাসী ভাষায় গাওয়া 'মন্ট্রিয়েল'। তাই বলে 'খায়রুন লো' গানটা শুনতে ভাল লাগে না এই মিথ্যাচার করি না।

গুলজার হোসেনের গাওয়া "রাত্রির আধার..." এই গানটা কেন আমার ভাল লাগল এর যথার্থ ব্যাখ্যা আমার কাছে নাই:

Guljer.wma

সহায়ক সূত্র:
১. এতো স্টার আমরা রাখিব কোথায়?: http://www.ali-mahmed.com/2009/07/blog-post_21.html

No comments: