ডোবার গভীরতা যেমন খুঁজে লাভ নাই, তেমনি এখানেও। ভারী ভারী লেখা লিখে ক্লান্ত লাগে। এখানে হালকা চালের লেখা লিখে চেপে রাখা শ্বাস ফেলতে পারি। মূলত এই সাইটটা আমার নিজের জন্য এবং অল্প কিছু পছন্দের মানুষদের জন্য। বিচিত্র কারণে যারা আমার দোষ খুঁজে পান না...।
Friday, 13 December 2013
Friday, 2 August 2013
Thursday, 25 July 2013
সৃষ্টিকে, স্রষ্টাকে না...
পুরনো চিঠির গাট্টিতে আমার এক বন্ধুর চিঠি খুঁজতে গিয়ে পেয়ে গেলাম হুমায়ূন আহমেদের লেখা চিঠি। ৯০ সালে তাঁকে যে চিঠিটা লিখেছিলাম তার উত্তর এটা। জানি না কী সমস্যা ছিল তিনি নামটা পড়তে পারেননি!
গুটি-গুটি লেখা এবং তাঁর বিনয় আমাকে মুগ্ধ করেছিল।
হুমায়ূন আহমদের লেখা ভাল লাগে এটা আমাদের দেশের লেখকরা স্বীকার করতে চান না। আমি লেখক নই বলেই অকপটে স্বীকার যাই, তবে...। মানুষ হুমায়ূন আহমেদ আমার বড়ই অপছন্দের...।
Thursday, 18 July 2013
Subscribe to:
Posts (Atom)