Friday, 13 December 2013

এই লুকটার মাথায় গন্ডগোল আছে। :(


অসুখ থেকে উঠার পর আমার হাঁটাহাঁটি পর্বটা অনেকটা কমে গেছে। কিন্তু পুরনো অভ্যাস বলে কথা। ঝাঁ ঝাঁ রোদ্দুরে হাঁটার যে মজা সেটা অন্যত্র কোথায়! অবশ্য আমার সঙ্গে যিনি ছিলেন তিনি তীব্র বিরক্তি প্রকাশ করছিলেন।


ছবিটা মেইল করে লিখেছেন, 'এই লুকটার মাথায় গন্ডগোল আছে'...। :( 

Thursday, 25 July 2013

সৃষ্টিকে, স্রষ্টাকে না...


পুরনো চিঠির গাট্টিতে আমার এক বন্ধুর চিঠি খুঁজতে গিয়ে পেয়ে গেলাম হুমায়ূন আহমেদের লেখা চিঠি। ৯০ সালে তাঁকে যে চিঠিটা লিখেছিলাম তার উত্তর এটা। জানি না কী সমস্যা ছিল তিনি নামটা পড়তে পারেননি!
গুটি-গুটি লেখা এবং তাঁর বিনয় আমাকে মুগ্ধ করেছিল।

হুমায়ূন আহমদের লেখা ভাল লাগে এটা আমাদের দেশের লেখকরা স্বীকার করতে চান না। আমি লেখক নই বলেই অকপটে স্বীকার যাই, তবে...। মানুষ হুমায়ূন আহমেদ আমার বড়ই অপছন্দের...।

Sunday, 7 July 2013

প্রতিবাদ!


আমার সন্তানকে এটা শেখাবার চেষ্টা করছি, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। তাই তাকে অন্যদের পাশে প্রতিবাদের লাইনে, মানববন্ধনে দাঁড় করিয়ে দিয়েছি...।

সাহায়ক সুত্র:
১. প্রথম আলো: http://eprothomalo.com/index.php?opt=view&page=4&date=2013-07-05#