পরিত্যক্ত সিগারেটের ফিল্টার, অতি তুচ্ছ জিনিস। সিগারেটের ফিল্টার ফেলার মধ্যেও নাকি কি কি যেন কেরামাতি আছে। সত্য মিথ্যা জানি না, কোথাও পড়েছিলাম, যারা অনাবশ্যক জোরে পিষে ফেলেন তারা বাস্তব জীবনে অহেতুক হামবড়া ভাব দেখান আবার কেউ মোলায়েম ভঙ্গিতে নিভিয়ে ফেলার চেষ্টা করেন তারা নাকি পুতুপুতু টাইপের হন।
হবে হয়তো কিন্তু জিনিসটা যে ফেলনা এতে কোনো সন্দেহ নেই- কোনো কাজেই লাগে না। কিন্তু এখানে তো দেখছি বেশ কাজে লাগছে। খেলা চলছে, খেলা চলছে হরদম...।
ক্রাচের খেলোয়াড়। একপাশে ক্রাচ
রেখে খেলা চলছে।
No comments:
Post a Comment