ডোবার গভীরতা যেমন খুঁজে লাভ নাই, তেমনি এখানেও। ভারী ভারী লেখা লিখে ক্লান্ত লাগে। এখানে হালকা চালের লেখা লিখে চেপে রাখা শ্বাস ফেলতে পারি। মূলত এই সাইটটা আমার নিজের জন্য এবং অল্প কিছু পছন্দের মানুষদের জন্য। বিচিত্র কারণে যারা আমার দোষ খুঁজে পান না...।
Sunday, 27 March 2011
Thursday, 24 March 2011
গাতক এবং ঘাতক
আজকাল বাংলা গান নিয়ে অনেক ধরনের খেলা চলছে। এগুলোকে অবশ্য গান না বলে ঘান (!) বললেই ভাল হয়। যিনি গান গান তাঁকে বলে গাতক- যে ঘান গায় তাকে বলে ঘাতক!
একবার হৃদয় খানের লাইভ একটা অনুষ্ঠান দেখে খুব লজ্জা পেয়েছিলাম কারণ তার গাওয়া অনেকগুলো গানের কথা সুর আমি কিছুই বুঝিনি [১]!
আমার গানের রুচি নিয়ে সমস্যা আছে। রকওয়েলের 'নাইফ' যেমন গভীর আগ্রহ নিয়ে শুনি তেমনি এক বর্ণ অর্থ না-বুঝলেও ফরাসী ভাষায় গাওয়া 'মন্ট্রিয়েল'। তাই বলে 'খায়রুন লো' গানটা শুনতে ভাল লাগে না এই মিথ্যাচার করি না।
গুলজার হোসেনের গাওয়া "রাত্রির আধার..." এই গানটা কেন আমার ভাল লাগল এর যথার্থ ব্যাখ্যা আমার কাছে নাই:
সহায়ক সূত্র:
১. এতো স্টার আমরা রাখিব কোথায়?: http://www.ali-mahmed.com/2009/07/blog-post_21.html
একবার হৃদয় খানের লাইভ একটা অনুষ্ঠান দেখে খুব লজ্জা পেয়েছিলাম কারণ তার গাওয়া অনেকগুলো গানের কথা সুর আমি কিছুই বুঝিনি [১]!
আমার গানের রুচি নিয়ে সমস্যা আছে। রকওয়েলের 'নাইফ' যেমন গভীর আগ্রহ নিয়ে শুনি তেমনি এক বর্ণ অর্থ না-বুঝলেও ফরাসী ভাষায় গাওয়া 'মন্ট্রিয়েল'। তাই বলে 'খায়রুন লো' গানটা শুনতে ভাল লাগে না এই মিথ্যাচার করি না।
গুলজার হোসেনের গাওয়া "রাত্রির আধার..." এই গানটা কেন আমার ভাল লাগল এর যথার্থ ব্যাখ্যা আমার কাছে নাই:
Guljer.wma |
সহায়ক সূত্র:
১. এতো স্টার আমরা রাখিব কোথায়?: http://www.ali-mahmed.com/2009/07/blog-post_21.html
Tuesday, 22 March 2011
অপাত্রে দান কিন্তু...!
বললে কেউ বিশ্বাস করবেন না কিন্তু শহীদ মিনারের মত জায়গায় দাঁড়িয়ে আমার কেবল মনে হচ্ছিল, এখানে দাঁড়াই কেমন করে! আমার মত অভাজনের সেই ক্ষমতা কই?
২৫ এবং ২৬ ফ্রেব্রুয়ারি দুদিন ধরে 'কারক নাট্য সম্প্রদায়' শহীদ মিনারে তাঁদের বিভিন্ন অনুষ্ঠান করেছেন [১]। যখন এঁরা আমাকে ওখানে ডাকলেন তখন আমি সানন্দে যেতে রাজি হয়েছিলাম কিন্তু ঘুণাক্ষরেও কল্পনাও করিনি এঁরা আমার মত সামান্য একজন মানুষের জন্য এতো মমতা জমিয়ে রেখেছেন!
সহায়ক সূত্র:
১. কারক নাট্য সম্প্রদায়: http://www.ali-mahmed.com/2011/03/blog-post_4936.html
Sunday, 13 March 2011
অদেখার পাল্লা...
মেঘে মেঘে বেলা বয়ে যায়, অদেখার পাল্লা কেবল ভারী হয়! আমি খুব কাছ থেকে আনারস গাছে আনারস ধরে আছে এমনটি দেখিনি। আমার লাগানো আনারস গাছে যখন সত্যি সত্যি আনারস ধরল তখন মুগ্ধতা ছাপিয়ে মুখ ফসকে বেরিয়ে যায়, কী কান্ড!
Tuesday, 8 March 2011
Subscribe to:
Posts (Atom)