Sunday, 27 March 2011

কান পেতে রই...



এটা শোনার পর মনে হচ্ছে বেহালা একটা না কিনলে চলছে না... :)

Thursday, 24 March 2011

গাতক এবং ঘাতক

আজকাল বাংলা গান নিয়ে অনেক ধরনের খেলা চলছে। এগুলোকে অবশ্য গান না বলে ঘান (!) বললেই ভাল হয়।  যিনি গান গান তাঁকে বলে গাতক- যে ঘান গায় তাকে বলে ঘাতক!
একবার হৃদয় খানের লাইভ একটা অনুষ্ঠান দেখে খুব লজ্জা পেয়েছিলাম কারণ তার গাওয়া অনেকগুলো গানের কথা সুর আমি কিছুই বুঝিনি [১]!

আমার গানের রুচি নিয়ে সমস্যা আছে। রকওয়েলের 'নাইফ' যেমন গভীর আগ্রহ নিয়ে শুনি তেমনি এক বর্ণ অর্থ না-বুঝলেও ফরাসী ভাষায় গাওয়া 'মন্ট্রিয়েল'। তাই বলে 'খায়রুন লো' গানটা শুনতে ভাল লাগে না এই মিথ্যাচার করি না।

গুলজার হোসেনের গাওয়া "রাত্রির আধার..." এই গানটা কেন আমার ভাল লাগল এর যথার্থ ব্যাখ্যা আমার কাছে নাই:

Guljer.wma

সহায়ক সূত্র:
১. এতো স্টার আমরা রাখিব কোথায়?: http://www.ali-mahmed.com/2009/07/blog-post_21.html

Tuesday, 22 March 2011

অপাত্রে দান কিন্তু...!

কেউ অপাত্রে দান করলে সেটা তাঁদের সমস্যা, আমার না। কিন্তু আমার ভাঙ্গা ঘরে যে চাঁদের আলো- হায়, অশক্ত হাতে এটা ধরে রাখার যোগ্যতা কই আমার!
বললে কেউ বিশ্বাস করবেন না কিন্তু শহীদ মিনারের মত জায়গায় দাঁড়িয়ে আমার কেবল মনে হচ্ছিল, এখানে দাঁড়াই কেমন করে! আমার মত অভাজনের সেই ক্ষমতা কই?

২৫ এবং ২৬ ফ্রেব্রুয়ারি দুদিন ধরে 'কারক নাট্য সম্প্রদায়' শহীদ মিনারে তাঁদের বিভিন্ন অনুষ্ঠান করেছেন [১]। যখন এঁরা আমাকে ওখানে ডাকলেন তখন আমি সানন্দে যেতে রাজি হয়েছিলাম কিন্তু ঘুণাক্ষরেও কল্পনাও করিনি এঁরা আমার মত সামান্য একজন মানুষের জন্য এতো মমতা জমিয়ে রেখেছেন!

সহায়ক সূত্র:
১. কারক নাট্য সম্প্রদায়: http://www.ali-mahmed.com/2011/03/blog-post_4936.html 
   

Sunday, 13 March 2011

অদেখার পাল্লা...

মেঘে মেঘে বেলা বয়ে যায়, অদেখার পাল্লা কেবল ভারী হয়! আমি খুব কাছ থেকে আনারস গাছে আনারস ধরে আছে এমনটি দেখিনি। আমার লাগানো আনারস গাছে যখন সত্যি সত্যি আনারস ধরল তখন মুগ্ধতা ছাপিয়ে মুখ ফসকে বেরিয়ে যায়, কী কান্ড!