সচরাচর এমন নীচু গাছে পাখি বাসা বাঁধে না- এদের আমার সঙ্গে কী যেন একটা ঝামেলা আছে [১] :)। আমি ভাল পাখি চিনি না- সম্ভবত টুনটুনি। পাখিদের ভুবনে যারা রাক্ষস-টাক্ষস হিসাবে পরিচিত এবং আমাদের ভুবনে যার নাম কাক এদের চোখ এড়াবার জন্য বাসাটার কারুকাজ দেখে আমি মুগ্ধ! কেবল দুইটা পাতাকে কী চালাকির সঙ্গেই না জোড়া দেয়া হয়েছে!
অ আল্লা, এর ভেতর দেখি আবার বাচ্চাকাচ্চা-কাচ্চাবাচ্চা! মার নাই পাত্তা!
আমি ছবি তোলার চেষ্টা করলেই বিরাট হাঁ করছে। এদের ধারণা আমি খাবার নিয়ে এসেছি।
আমরা মানুষরা যে কী বদ এটা এরা সম্ভবত এখনও শেখে নাই...
সহায়ক সূত্র:
১. সালতামামি: http://www.ali-mahmed.com/2009/12/blog-post_31.html
ডোবার গভীরতা যেমন খুঁজে লাভ নাই, তেমনি এখানেও। ভারী ভারী লেখা লিখে ক্লান্ত লাগে। এখানে হালকা চালের লেখা লিখে চেপে রাখা শ্বাস ফেলতে পারি। মূলত এই সাইটটা আমার নিজের জন্য এবং অল্প কিছু পছন্দের মানুষদের জন্য। বিচিত্র কারণে যারা আমার দোষ খুঁজে পান না...।