ডোবার গভীরতা যেমন খুঁজে লাভ নাই, তেমনি এখানেও। ভারী ভারী লেখা লিখে ক্লান্ত লাগে। এখানে হালকা চালের লেখা লিখে চেপে রাখা শ্বাস ফেলতে পারি। মূলত এই সাইটটা আমার নিজের জন্য এবং অল্প কিছু পছন্দের মানুষদের জন্য। বিচিত্র কারণে যারা আমার দোষ খুঁজে পান না...।
আমার সন্তানকে এটা শেখাবার চেষ্টা করছি, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। তাই তাকে অন্যদের পাশে প্রতিবাদের লাইনে, মানববন্ধনে দাঁড় করিয়ে দিয়েছি...। সাহায়ক সুত্র: ১. প্রথম আলো: http://eprothomalo.com/index.php?opt=view&page=4&date=2013-07-05#
No comments:
Post a Comment