Thursday, 29 May 2014

মানুষ চলে যায় ফেলে যায় স্মৃতি

যিনি (বাইক-বয়) আমার এই ছবিটা উঠিয়েছিলে তিনি আর এই ভুবনে নেই :(

গুডবাই, আ বাইক-বয়: http://www.ali-mahmed.com/2014/05/blog-post_22.html

Wednesday, 5 February 2014

কিছুই নয়কো ফেলনা!



পরিত্যক্ত সিগারেটের ফিল্টার, অতি তুচ্ছ জিনিসসিগারেটের ফিল্টার ফেলার মধ্যেও নাকি কি কি যেন কেরামাতি আছেসত্য মিথ্যা জানি না, কোথাও পড়েছিলাম, যারা অনাবশ্যক জোরে পিষে ফেলেন তারা বাস্তব জীবনে অহেতুক হামবড়া ভাব দেখান আবার কেউ মোলায়েম ভঙ্গিতে নিভিয়ে ফেলার চেষ্টা করেন তারা নাকি পুতুপুতু টাইপের হন

হবে হয়তো কিন্তু জিনিসটা যে ফেলনা এতে কোনো সন্দেহ নেই- কোনো কাজেই লাগে নাকিন্তু এখানে তো দেখছি বেশ কাজে লাগছেখেলা চলছে, খেলা চলছে হরদম...

ক্রাচের খেলোয়াড়। একপাশে ক্রাচ রেখে খেলা চলছে। 

Friday, 13 December 2013

এই লুকটার মাথায় গন্ডগোল আছে। :(


অসুখ থেকে উঠার পর আমার হাঁটাহাঁটি পর্বটা অনেকটা কমে গেছে। কিন্তু পুরনো অভ্যাস বলে কথা। ঝাঁ ঝাঁ রোদ্দুরে হাঁটার যে মজা সেটা অন্যত্র কোথায়! অবশ্য আমার সঙ্গে যিনি ছিলেন তিনি তীব্র বিরক্তি প্রকাশ করছিলেন।


ছবিটা মেইল করে লিখেছেন, 'এই লুকটার মাথায় গন্ডগোল আছে'...। :(