"তুমি যাবে ভাই, যাবে মোর..."। বাকীটা ভুলে গেছি! কোন কিছু মনে পড়ছে না, এ কারণে এখন আর ভারী শ্বাস ফেলি না কারণ এতদিনে আমি জেনে গেছি কোন-না-কোন অপূর্ণতা কারও-না-কারও থাকেই। যখন সবাইকে মগজ বিলি করা হচ্ছিল তখন আমারটা ভুলে ভরা হয়নি! :(
যাক, কখন এই পেয়ারা গাছটা লাগিয়েছিলাম মনে নাই। কারণ জায়গাটা 'অজাগা-কুজাগা' মানে ওখানে যাওয়ার প্রয়োজন পড়ে না তেমন।
ওয়াল্লা, 'আয় বৃষ্টি ঝেপে'-এর মত আয় পেয়ারা ঝেপে টাইপ পেয়ারা ধরেছে।
আমার এখানে আসার জন্য যারা গড়িমসি করছিলেন তাদের জন্য উপদেশ, 'পেয়ারা খাইলে আর দিরং করিয়েন না...'।
2 comments:
Ai friday chole asbo kintu
মাই প্লেজা (র) :)...@N
Post a Comment