ডোবার গভীরতা যেমন খুঁজে লাভ নাই, তেমনি এখানেও। ভারী ভারী লেখা লিখে ক্লান্ত লাগে। এখানে হালকা চালের লেখা লিখে চেপে রাখা শ্বাস ফেলতে পারি। মূলত এই সাইটটা আমার নিজের জন্য এবং অল্প কিছু পছন্দের মানুষদের জন্য। বিচিত্র কারণে যারা আমার দোষ খুঁজে পান না...।
আমার সাধারণ সেল-ফোনের ৩.২ মেগাপিক্সেল ক্যামেরার সেই ক্ষমতা কই এর পুরোটা সৌন্দর্য ধরে রাখে! মাটি ব্যতীত কেবল তুলোর মাঝে সামান্য পানি রেখে এই বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম। কী তরতর বেড়ে উঠেছে! কী গাঢ় সবুজ! এই ছোট্ট একটা দৃশ্য মনটা অন্য রকম করে দেয়- আশেপাশের সমস্ত মালিন্য তখন তুচ্ছ মনে হয়!
2 comments:
তীব্র সুন্দর!
:) © ডিউক জন
Post a Comment