Tuesday, 19 October 2010

শৈশব ফিরে আসে, বারবার

কিছু লোকজন এসেছেন আমার এখানে বেড়াতে। স্কুল দেখাটাও এই বেড়াবার সঙ্গে যুক্ত। এদের একজন হচ্ছেন, 'স্বরহীন'। একটা ওয়েব সাইটে আমি যখন 'শুভ' নামে লেখালেখি করতাম ওখানে এই ভদ্রমহিলার নিক ছিল স্বরহীন। আমি ফাজলামী করে বলতাম, স্বরহীন দিদির গলায় স্বর নাই, চিঁ চিঁ করে কি বলেন কিছুই তো বুঝি না!
সম্প্রতি ইনি পিএইচডি করে আমেরিকা থেকে ফিরেছেন। সুখের বিষয় হচ্ছে, দেশেই থিতু হবেন বলে স্থির করেছেন। পুরনো দিনের হাবিজাবি কথায় দিন পার হয়। এক ফাঁকে এখানে আসা হয়!

আমার শৈশবের একটা বড়ো অংশ কেটেছে এই জায়গাটায়, বছরের-পর-বছর। অজস্র স্মৃতিতে মাখামাখি হয়ে আছে জায়গাটা। হায় স্মৃতি, এই স্মৃতিই একজন মানুষকে বাঁচিয়ে রাখে নইলে মানুষ কবে মরে ভূত হয়ে যেত!

এটা খাদ্য গুদামের একটা বাংলো। এখন এখানে কেউ থাকে না। আমার বাসা থেকে খুব একটা দূরে না কিন্ত আসা হয়নি বহু বছর! আজ এদের কল্যাণে আসা হলো, কত বছর পর! কেবলই মনে হচ্ছিল শৈশবটাকে হাত বাড়ালেই যেন ছুঁতে পারি...। 

No comments: