আজকাল এমন দৃশ্য খুব একটা চোখে পড়ে না! খেলাটার নাম '৬৪ গুটি'। মেঝেতে ঘর এঁকে নিলেই হয় আর রেললাইন থেকে ৬৪টা পাথর।
প্রায়ই দেখি এরা নিমগ্ন হয়ে খেলাটা খেলতে থাকেন। খেলেন দু-জন কিন্তু অনেকে গোল হয়ে দাঁড়িয়ে তামাশা দেখেন। আমাদের দেশ থেকে খেলা বিষয়টা ক্রমশ কমে যাচ্ছে। এটা আমার ধারণা, অপরাধ-অস্থিরতার পেছনে এই খেলাগুলো কমে যাওয়াও অন্যতম একটা কারণ।
ভাবছি এই খেলা নিয়ে একটা প্রতিযোগিতা লাগিয়ে দিলে কেমন হয়?
2 comments:
খুবই ভালো হয়,তবে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না. এই ছবি দেখে অনেকদিন পর ১৬ গুটি খেলার কথা মনে পরলো.
"...তবে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না...।"
আরে নাহ, কয় টাকার মামলা আর! এরা যে কী অল্পতে খুশি হয় এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। @Faysal
Post a Comment